ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে

অনলাইন বিজনেস কিভাবে শুরু করবফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে? ফ্যাশন ডিজাইনার হতে গেলে নিজস্ব কিছু গুণ থাকা প্রয়োজন। কারন এটি সৃজনশীল কাজের অন্তর্ভুক্ত। মানুষের পোশাক-আশাক, গয়না, জুতা ইত্যাদি বিষয় মডিফাই করে আরও ফুটিয়ে তোলাকে ফ্যাশন ডিজাইন বলে।
ফ্যাশন-ডিজাইনার-হতে-হলে-কি-করতে-হবেএকজন ফ্যাশন ডিজাইনার সেলাই, ডিজাইন ইত্যাদির মাধ্যমে কাপড়, জুতা, ব্যাগ, স্কার্ফ ইত্যাদি জিনিষকে আরও ফুটিয়ে তোলে। ফ্যাশন ডিজাইনার হতে হলে ডিজাইন, কালার ইত্যাদির বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন। কারণ তার কাজ হলো মানুষের রুচি, কালচার, ট্রেন্ড সম্মন্ধে অবগত থেকে নতুন কিছু তৈরি করা।

পেজ সূচিপত্রঃ ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে

ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে

একজন ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে? আমরা অনেকেই ছায় যে আমি ফ্যাশন ডিজাইনার হব। কিন্তু কিভাবে হব তা সম্পর্কে কেউ তেমন অবগত থাকি না। একজন ভাল ফ্যাশন ডিজাইনার হতে হলে খুব ভাল মানের ভিজুয়ালাইজেশন থাকতে হবে। অবশ্যই তাঁকে সেলাই, ডিজাইন, কালার ইত্যাদি বিষয়ের ওপরে দক্ষ হতে হবে। কেননা তাঁকে তার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে হেটার কের মাধ্যমে কোনও বস্তুকে স্টাইলিশ রূপে রূপান্তর করতে হবে।

কি ধরনের কাপড় ব্যবহার করে কি তৈরি করবে এইসব বিষয়েও জ্ঞান থাকতে হবে। নিত্যনতুন ট্রেন্ড এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেন সে ব্যাকডেটেড না রয়ে যা এই বিষয়েও খেয়াল রাখতে হবে। অবশ্যয় কাজের মধ্যে নিখুঁত পারকেফকশন নিয়ে আসতে হবে। ফ্যাশন ডিসাইন নিয়ে পরাশোনা করে ভালো জ্ঞান রাখতে হবে এই বিষয়ে। উক্ত বিষয় গুলো ভালো মতো পালন করলে একজন আদর্শ  ফ্যাশন ডিজাইনার হওয়া সম্ভব।

ফ্যাশন ডিজাইন কি

মানুষের পোশাক-আশাক অবং অন্যানও পরিধান করার জিনিস কে নিত্যনতুন ট্রেন্ড এর সাথে তাল মিলিয়ে ডিজাইন করে স্টাইলিশ রূপ দেওয়া কে ফ্যাশন ডিজাইন বলে। আর এই ফ্যাশন ডিজাইন করাই একজন ফ্যাশন ডিজাইনার এর কাজ। ফ্যাশন ডিজাইন করা হয় ড্রেস এর ওপর, জুতা, ব্যাগ, স্কার্ফ, থ্রি পিস, শাড়ি ইত্যাদি বিষয়াদির ওপর। আমরা লক্ষ করলে দেখব যে সেলিব্রিটিরা সাধারণত বেশি এটার ওপর নজর দিয়ে এটার সাথে তাল মিলিয়ে চলে। তাদের লাইফস্টাইল এ ফ্যাশন এর কোনও শেষ নেই।
তাদের মাথা থেকে শুরু  করে পা অবদি সকল জিনিসেই তারা স্টাইল করে থাকে। এবং তাদের পার্সোনাল কয়েকজন ফ্যাশন ডিজাইনার ও থাকে। যারা তাদের স্টাইল মেনটেন করতে সাহায্য করে। আমরা মনে করি তারা যেসকল জিনিস পরে থাকে এটা আসলে তাদের টেস্ট। আসলে এটা তাদের ফ্যাশন ডিজাইনার দের সাজেশন। যে তাদের এই জিনিস তা পড়লে ভালো লাগবে। তাহলে বুঝতেই পার্সন যে ফ্যাশন ডিসাইন কি র একজন ফ্যাশন ডিজাইনার এর গুরুত্ব কত টুকু।

ফ্যাশন ডিজাইন এর প্রথম ধাপ কি

ফ্যাশন ডিজাইন করতে হলে আপনাকে প্রথমে ফ্যাশন ডিজাইন শিখে একটা সুন্দর কনসেপ্ট তৈরি করে কাজ করতে হবে। আপনার চিন্তা ভাবনা যত সুন্দর হবে আপনার কাজ ততই ভাল হবে। প্রথমেই আপনাকে একটা সুন্দর কনসেপ্ট ভেবে নিয়ে সেটিকে কালার এবং ডিজাইন এর মাধ্যমে নতুন রুপে তৈরি করতে হবে। একটা বিষয় মনে রাখবেন। আপনাকে ফ্যাশন ডিজাইন করতে হলে অনেক নিখুত ভাবে কাজ করতে হবে।

কি ধরনের পোশাক থেকে কি কি জিনিষ তৈরি করা যায়। এসকল বিষয় এর অপর ভাল জ্ঞান নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর হ্যা, অবশ্যই ট্রেন্ড ফলো করে চলতে হবে। কখন কোন ফ্যাশান মার্কেটে চলছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি যদি ভাল চিন্তা ভাবনার মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সহজেই ফ্যাশন ডিজাইন করতে পারবেন। কারন এটি করার জন্য একটা সুক্ষ এবং দক্ষ ব্রেইন প্রয়োজন।

ফ্যাশন ডিজাইন পড়ার যোগ্যতা

আপনি যদি ফ্যাশন ডিজাইন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকেন। এবং এটা নিয়েই এগতে চান ভালমতন। তাহলে আপনার কিছু একাডেমিক যোগ্যতা প্রয়োজন। যেমন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কেননা একজন ফ্যাশন ডিজাইনার হতে হলে এতটুকু অন্তত শিক্ষিত হতে হয়। তারপর আপনি চাইলে যেকোনো জায়গা থেকে ফ্যাশন ডিজাইন শিখতে পারেন। আপনি চাইলে ডিপ্লোমা কোর্সে ভরতি হয়ে সিখতে পারেন। অথবা যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ব বিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করতে পারেন এই বিষয় এর অপর।
ফ্যাশন-ডিজাইনার-হতে-হলে-কি-করতে-হবে
ফ্যাশন ডিজাইন করতে হলে আপনার হাতের কাজ ভাল হতে হবে। ডিজাইন ভাল মত শিখতে হবে। ডিজাইন জানার জন্য যেসকল সফটওয়ার ব্যবহার করা হয় সেগুল জানতে হবে। যেমনঃ adobe Photoshop, Adobe Illustrator ইত্যাদি। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার জন্য কোন বিভাগ ম্যাটার করে না। আপনি জেই বিভাগ এই পড়ে থাকেন না কেন আপনি ফ্যাশন ডিজাইন শিখতে পারবেন অনায়াসে। তবে মানবিক এবং বিজ্ঞান বিভাগ হলে এক্তু সুজগ সুবিধা পাওয়া যায়।

ফ্যাশন ডিজাইন পড়ার খরচ

ফ্যাশন ডিজাইন পড়ার খরচ একেক জাইগায় একেক রকম। যদি আপনি বাংলাদেশে থকে শিখতে চান তাহলে একরকম খরচ। আর যদি বাইরের দেশ থেকে শিখতে চান তাহলে একরকম। আবার বাংলাদেশের মধ্যেও কিছু ভাগ রয়েছে। যেমনঃ সরকারি তে শিখতে আপনার টাকা প্রয়োজন হবে ২-৩ লাখ এর মত। এবং বেসরকারি থেকে শিখতে প্রয়োজন হবে ৩-৭ লাখ টাকা। আবার আপনি যদি কোন প্রতিষ্ঠান বা কোম্পানির কাছে থেকে শিখেন তাহলে আপনার কম খরচ হবে। যেমন ৫-৫০,০০০ হাজার এমন।

বিষয় সরকারি প্রতিষ্ঠান ডিপ্লোমা কোর্স বাইরের দেশে (Uk, Italy, Europe) শর্ট কোর্স
সময় ৩-৪ বছর ১-২ বছর অনার্স ৩-৪ বছর ও ডিপ্লোমা ১-২ বছর ৬-১২ মাস
খরচ ২-৩ লাখ টাকা ৩-৭ লাখ টাকা ১০-৫০ লাখ টাকা ৫-৫০ হাজার টাকা

বাইরের দেশে গিয়ে যদি আপনি ফ্যাশন ডিজাইন শিখতে চান তাহলে আপনার একটু খরচ বেশি পরবে। খরছ বেসি হলেও আপনি যদি বাইরের দেশ থেকে দিগ্রি নিয়ে ফিরেন তাহলে আপনার কদর আরও বেসি হয়ে যাবে বাংলাদেশে। কেননা এমন মানুষের চাহিদা অনেক বেসি আমাদের দেশে। এজন্যে বাইরের দেশ থেকে ডিপ্লোমা অথবা অনার্স দিগ্রি সম্পূর্ণ করে আসলে অনেক লাভ হয়। আপনি বাইরের দেশ থেকে শর্ট টাইম কোন কোর্সে এ ভর্তি হয়ে ৬ আমস বা ১ বছরের মধ্যে শিখে নিতে পারবেন ফ্যাশন ডিজাইন।

ফ্রি ফ্যাশন ডিজাইন কোর্স

অনলাইনে কিছু ফ্রি ফ্যাশন ডিজাইন কোর্স আপলোড করা আছে। যেখান থেকে আমরা অনায়াসে ফ্যাশন ডিজাইন এর কিছুতা হলেও শিখতে পারি। ইউটিউব এ কিছু কিছু ইউটিউবার রয়েছে জারা ফ্যাশন ডিজাইন এর ক্লাস নিয়ে থাকে। তারা তাদের ফ্রি ক্লাস গুলও তাদের ইউটিউব চ্যানেল এ আপলোড করে রাখে। আমরা চাইলেই সেখানে থেকে ফ্যাশন ডিজাইন শিখে নিতে পারি। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ফ্রি ক্লাস কি হয় আদও। হ্যা, হয়। শুধু আপনার শিখার আগ্রহ থাকলেই হবে। এসকল ফ্রি ক্লাস থেকে আপনি প্রপারলি শিখতে না পারলেউ কিছুটা  ধারনা অবশ্যই পাবেন।

এমন অনেক ইউটিউবার আছে জারা ফি ক্লাস গুল তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে। ফ্যাশন ডিজাইন টা আসলে সৌখিন মানুশদের জন্য। জাদের শিখার আগ্রহ রয়েছেজারা কনকিছু দেখে শিখে সেটা আবার নতুন করে স্টাইলিশ রুপ দিতে পারে সেই মূলত ফ্যাশন ডিজাইনার। একজন ফ্যাশন ডিজাইনার হওয়া অতটা সহজ না আবার অতটা কঠিন ও না। আপনাকে চিন্তা করে করে কাজ করতে হবে সবসময়। এভাবে করলেই আপনি একজন ভালমানের ফ্যাশন ডিজাইনার হতে পারবেন।

ফ্যাশন ডিজাইনার এর বেতন

ফ্যাশন ডিজাইন একটি জনপ্রিয় পেশা। এর ডিমান্ড অনেক বর্তমান সময়ে। এদের বেতন ও তুলনামুলক অনেক বেশি হয় যদি আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন। একজন ফ্যাশন ডিজাইনার এর বেতন নির্ভর করে সে কোন জাইগায় কাজ করছে। যদি সে বড় কোন কোম্পানি বা মডেল এর ফ্যাশন ডিজাইনার হয়ে থাকে তাহলে সুরুতেই ৩০,০০০-৫০,০০০ টাকা বেতন পাবে। আস্তে আস্তে জখন অভিজ্ঞতা বেরে যাবে তখন বেতন গিয়ে ঠেকবে ১০০,০০০-২০০,০০০ টাকায়। আর যদি নরমাল কোন জাইগায় জয়েন করে তাহলে শুরুতেই ১৫,০০০-৩০,০০০ টাকা বেতন পাবে। অভিজ্ঞতার অপর নির্ভর করে বেতন বৃদ্ধি পাবে।

আর যদি বাইরের কোন দেশে যেমন আমেরিকা, ইটালি এমন কোন দেশে কাজ করে তাহলে বেতন হবে বাৎসরিক ৪০,০০০-৮০,০০০ ডলার। পরবর্তীতে গিয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ ফ্যাশন ডিজাইনার হয়ে গেলে তার বেতন ১০০,০০০-২০০,০০০ ডলার হয়ে যাবে। এতে করে বুঝাই যাচ্ছে যে একজন ফ্যাশন ডিজাইনার এর বেতন কেমন কি হতে পারে। কিন্তু আপনাকে সৃজনশীলতার সাথে কাজ করে যেতে হবে। কাজের মদ্ধে নতুনত্ব রাখতে হবে প্রতিনিয়ত। তাহলেই আপনি একজন দক্ষ অভিজ্ঞতা সম্পূর্ণ ফ্যাশন ডিজাইনার হতে পারবেন। তখন আপনার বেতন ধরা ছোঁয়ার বাইরে হবে। আশা করি বুঝতে পেরেছেন।

কিভাবে একজন ভাল ফ্যাশন ডিজাইনার হবেন

একজন ফ্যাশন ডিজাইনার হতে হলে আপনাকে এটা নিয়ে বিশ্লেষণ করতে হবে। পড়াশোনা করতে হবে। তারপর এটাকে ভাল মতন শিখতে পারলে আপনি একজন ফ্যাশন ডিজাইনার এ পরিনত হবতাকেয়াখন প্রশ্ন হলো একজন ভাল ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে? সুরুতেই বলে নিচ্ছি আপনাকে একজন ভাল মানের ফ্যাশন ডিজাইনার হতে গেলে সেলাই এর ওপর ভাল জ্ঞান থাকতে হবে। ডিজাইন সম্পর্কে ভাল আইডিয়া রাখতে হবে। ভাল ডিজাইন করতে জানতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে কাজের মধ্যে নতুনত্ব রাখতে হবে। এগুল সব করতে পারলে আপনি একজন ভাল ফ্যাশন ডিজাইনার হতে পারবেন।

তার পাশাপাশি আপনি বড় বড় ফ্যাশন ডিজাইনারকে ফলো করতে পারেন। তাদের কাজ গুল প্রতিনিয়ত মনিটরিং করতে পারেন। জাতে করে আপনার জ্ঞান আরও বৃদ্ধি পাবে। আপনি আরও ভাল কাজ শিখতে পারবেন। আসলে যদি আপনি সঠিক পরিশ্রম এবং নিষ্ঠা নিয়ে এগোতে থাকেন তাহলে সফলতা আকদিন আসবেই। আপনাকে সৎ এবং পরিশ্রমী হতে হবে। জীবনে কোন কাজ এ সহজ নয়। কিন্তু সঠিক পথ অবলম্বন করে এগোলে ইন শাঁ আল্লাহ্‌ সবকিছু সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একজন ভভাল ফ্যাশন ডিজাইনার হওয়া যায়।

ফ্যাশন ডিজাইনারকে যে বিষয়ে দক্ষ থাকতে হবে

ফ্যাশন ডিজাইন হলো সৃজনশীল কাজ। ফ্যাশন ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে। আপনি যত বেশি সৃজনশীল হবেন আপনার কাজ তত বেশি ভাল হবে। ত্তাহ;এ অবশ্যই সৃজনশীলতার দিকে ভাল ভাবে নজর দিতে হবে। তারপর আসে কাজের বিষয়। আপনাকে অবশ্যই সেলাই এর বিষয়ে এক্সপার্ট হতে হবে। কারন একজন ফ্যাশন ডিজাইনার কে রজ রজ কিছু না কিছু বানাতে হবে সেলাই করার মাধ্যমে। এজন্নে আপনাকে অবশ্যই সেলাই নিয়ে বেশ দক্ষ হতে হবে।
ফ্যাশন-ডিজাইনার-হতে-হলে-কি-করতে-হবে
এরপর আসে ডিজাইন এর বিষয়। ফ্যাশন ডিজাইনার হতে হলে আপনাকে বেশ ভাল মানের ডিজাইনার হতে হবে। আপনার চিন্তা ভাবনা অনেক সুন্দর হতে হবে। আপনার ভিজুয়ালাইজেশন অনেক সুন্দর হতে হবে। জাতে করে আপনি ইউনিক কিছু তৈরি করতে পারেন। কালার নিয়ে খেলতে জানতে হবে। কালার এর মাধ্যমে কোন জিনিষকে বেশ ফুটিয়ে তোলা যায়। এজন্নে কালার নিয়ে কাজ করে আপনাকে বেশ দক্ষ হতে হবে। এবং কাজের মধ্যে নতুনত্ব রাখতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ডে বাই ডে আপডেট থাকতে হবে। উক্ত বিষয় গুলোর উপর দক্ষতা আনলে তারপরেই আপনি একজন ভাল ফ্যাশন ডিজাইনার হতে পারবেন।

ফ্যাশন ডিজাইনার এর ভবিষ্যৎ কেমন

একজন ফ্যাশন ডিজাইনার এর ভবিষ্যৎ কেমন হতে পারে এটা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। যদি আপনি ভাল মতন ফ্যাশন ডিজাইন শিখে কাজ করতে পারেন তাহলে আপনার কোন আর চিন্তা থাকবে না যে আপনাকে ভবিষ্যতে কি করতে হবে। আপনার ভবিষ্যৎ এমনিতেই অনেক উজ্জ্বল হয়ে যাবে। আপনি শুধু সঠিক পন্থায় কাজ করে জাবেন তাহলেই হবে। নিজের প্রতি বিশ্বাস রেখে এগোতে হবে। আপনি আস্তে আস্তেই শুরু টা করেন  না। সমস্যা কি। আস্তে ধিরে ছত কোম্পানি তেই শুরু করেন। কখন আপনি অভিজ্ঞ হয়ে জাবেন। তখন আপনার ডিমান্ডও আরও বেরে যাবে। আপনি তখন ভাল অঙ্কের টাকা বেতন পাবেন।

আমরা যারা একটু সৌখিন, সৃজনশীল ও হাতের কাজ করতে পছন্দ করি তাদের জন্য ফ্যাশন ডিজাইন শেখা অনেক সহজ। কারন আপনাকে আক্ত জিনিষ তখনই ভাল লাগবে যখন আপনার সেতার ওপরে ভাল লাগা কাজ করবে। জেহুতু এটা একটি লংটার্ম প্রসেস। সেহেতু আপনাকে ভাল লাগা থেকেই কাজ করে যেতে হবে। বরতমানে সব ক্ষেত্রেই ফ্যাশন ডিজাইন এর প্রয়োজন। বড় বড় সেলিব্রিটিরাও তাদের নিজস্ব ফ্যাশন ডিজাইনার নিয়ে থাকেন। তাদের নিজস্ব কএক্তা ফ্যাশন ডিজাইনার অলওয়েস কাজ করে যায়। জার কারনে ফ্যাশন ডিজাইন এর ভবিষ্যৎ কনদিন খারাপ হবে না। কারো এতার চাহিদা কখনো কমবেই না। যত দিন যাবে তত এর চাহিদা বেড়েই যাবে।

কারন বড় বড় সেলিব্রিটি বা মডেলরা সর্বদা একজন ভাল মানের ফ্যাশন ডিজাইনার খুজে চলে। কেননা তারা ডে বাই ডে বেশি স্টাইলিশ হতে চায়। জার কারনে ফ্যাশন ডিজাইন এর চাহিদা অনেক। আর ফ্যাশন ডিজাইন নিয়ে কস্ত করে এগোলে আপনি যখন অভিজ্ঞ হয়ে জাবেন তখন আপনার মাসিক বেতন হবে ১০০,০০০-২৫০,০০০ টাকা। তাহলে বুঝতেই পারছেন যে ফ্যাশন ডিজাইন এর ভবিষ্যৎ কেমন।

কেন ফ্যাশন ডিজাইন করবেন

এতক্ষণে নিশ্চয় বুজে গেছেন আপনার কেন ফ্যাশন ডিজাইন করা উচিৎ। ফ্যাশন ডিজাইন কেন করবেন? কারন ফ্যাশন ডিজাইন এর চাহিদা অনেক। এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। জেতা দিয়ে আপনি আপনার জিবিকা নিরবাহ করতে পারবেন। আপনি আপনার ক্যারিয়ার হিসেবে এটা কে বেছে নিতে পারেন। কারন ফ্যাশন ডিজাইনার এর মাসিক বেতন প্রচুর যদি সে ভাল মানের অভিজ্ঞ ফ্যাশন ডিজাইনার হয়ে থাকে।

উপরের আলোচনার মাধ্যমে বুঝাই যাচ্ছে যে ফ্যাশন ডিজাইন এর চাহিদা কখনো কম্বে না। যত দিন যাবে ততই বেড়ে যাবে। এখন আপনই বলুন কেন এটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিবেন না? একেক জনের পছন্দ একেক রকম। সবারি যে এটা ভাল লাগবে বিষয় টা এমন না। আমি আগেই বলেচি যারা খুব সৃজনশীল, সৌখিন এবং হাতের কাজ করতে ভালবাসেন শুধু মাত্র তারাই এটা বেছে নিন নিজের ক্যারিয়ার হিসেবে। কারন ফ্যাশন ডিজাইন এর ভবিষ্যৎ অনেক ভাল।

শেষ কথা (ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে)

একজন ভাল ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে? ফ্যাশন ডিজাইন কি? ফ্যাশন ডিজাইন এর ভবিষ্যৎ কেমন? কেন ফ্যাশন ডিজাইন শিখবো? এসকল প্রশ্নের উত্ত হয়ত এতক্ষে আপনারা পেয়ে গেছেন। ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হয় টা উপরে সুন্দর করে আলোচনা করা হয়েছে। আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে। কাজ  নিজের কাজে নতুনত্ব নিয়ে আসতে হবে। স্টাইলিশ কিছু তৈরি করার অ্যাবিলিটি থাকতে হবে। ডিজাইন, সেলাই, রঙ এগুল নিয়ে কাজ করাই দক্ষ হতে হবে।

উক্ত বিষয় গুলো আপনি মেনে কাজ করলে আপনই অবসসই একজন ভাল মানের ফ্যাশন ডিজাইনার হতে পারবেন। এখন ভাবছেন যে আসলেই কি ফ্যাশন ডিজাইন এর ভবিষ্যৎ এমন? আসলেই কি ফ্যাশন ডিজাইন করে মাশে লাখ লাখ টাকা ইনকাম করা যায়? হাএ আপনি ঠিক এ ভাবছেন। প্রথমে হয়ত আপনার ইনকাম লাখ টাকা হবে না। তবে আস্তে আস্তে আপনি দক্ষ হয়ে গেলে আপনি চাইলেই মাশে লাখ লাখ টাকা বেতন এর চাকরি করতে পারবেন এই ফ্যাশন ডিজাইন এর ওপর। যদি আর্টিকেলটি পড়ে আপনার ভাল লাগে তাহল অবশ্যই অপরজনের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জীবন মিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Fashiur Rahman Jibon
Md. Fashiur Rahman Jibon
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও জীবন মিডিয়া ব্লগের এডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।