ইউরোপের ২৬ টি দেশের নাম - তালিকা সহ রাজধানীর নাম

বাহরাইন যেতে কত টাকা লাগেআপনি কি ইউরোপের ২৬ টি দেশের নাম ও তাদের রাজধানী সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় মহাদেশ হলো ইউরোপ। ইউরোপের স্বাধীন সার্বভৌম দেশ সংখ্যা ৫০ টি। জাতিসংঘ স্বীকৃত ৪৪টি।
ইউরোপের-২৬-টি-দেশের-নাম
ইউরোপ সভার ড্রিম মহাদেশ। পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা ইউরোপ মহাদেশ। আজকের আর্টিকেলে আমরা আপনাদের বলব ইউরোপের সেনজেন ভুক্ত দেশ সম্পর্কে, রাজধানীর নাম ও ইউরোপের ভৌগোলিক অবস্থান ইত্যাদি বিষয়াদি নিয়ে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিন ইউরোপের দেশের তালিকা রাজধানীসহ।

পেজ সূচিপত্রঃ ইউরোপের ২৬ টি দেশের নাম

ইউরোপের ২৬ টি দেশের নাম

ইউরোপের ২৬ টি দেশের নাম জানা জরুরী কেননা পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। ইউরোপে মোট দেশ সংখ্যা ৫০ টি। ৫০ টির মধ্যে ২৭ টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। জাতিসংঘ দ্বারা স্বীকৃত মোট ৪৪ টি দেশ।ভ্যাটিকান সিটি ব্যতীত ৪৯ টি দেশই জাতিসংঘের সদস্য। ইউরোপ একটি স্বাধীন সার্বভৌম মহাদেশ। ইউরোপ মহাদেশকে দুটি ভাগে ভাগ করা হয়। সেনজেন ভুক্ত দেশ এবং ননসেনজেন ভুক্ত দেশ। ইউরোপ মহাদেশে সেনজেন ভুক্ত দেশ এর সংখ্যা মোট ২৯ টি।বাকিগুলো ননসেনজেন ভুক্ত। সেনজেন ভুক্ত দেশ এর সুবিধা হচ্ছে যে ভ্রমণকারী যেকোনো একটি দেশের ভিসা এর মাধ্যমে প্রায় ২৭ থেকে ২৯ টি দেশ ভ্রমণ করতে পারবে অনায়াসে। 

২০২৩ সাল পর্যন্ত ইউরোপ মহাদেশে সেনজেন ভুক্ত দেশ এর সংখ্যা ছিল ২৭ টি। তবে ২০২৪ সালের মার্চ মাসের ৩১ তারিখে রোমানিয়া ও বুলগেরিয়া এই দুটি দেশ সেনজেনভুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়। যার ফলে ইউরোপ মহাদেশের সেনজেনভুক্ত দেশের সংখ্যা গিয়ে দেয় ২৯ টি। ইউরোপিয়ানরা তাদের মধ্যকার সম্প্রীতি দূর করার জন্য এবং যাতায়াত সহজলভ্য করার জন্য তাদের দেশের মধ্যকার সীমান্ত তুলে দেয়ার ফলে তারা সেনজেনভুক্ত দেশ হিসেবে নিজেদের রুপান্তর করে এবং যার ফলে ভ্রমণকারীরা যেকোনো একটি দেশের ভিসার মাধ্যমে পুরো ২৭ থেকে ২৯ টি দেশ ভ্রমণ করতে পারবে।

ইউরোপের ২৯ টি দেশের নাম ঃ (সেনজেন ভুক্ত)

ক্রমিক নং দেশের নাম রাজধানী
অস্ট্রিয়া (Austria) ভিয়েনা (Vienna)
বেলজিয়াম (Belgium) ব্রাসেলস (Brussels)
বুলগেরিয়া (Bulgaria) সোফিয়া (Sofia)
ক্রোয়েশিয়া (Croatia) জাগরেব (Zagreb)
জার্মানি (Germany) বার্লিন (Berlin)
ডেনমার্ক (Denmark) কোপেনহেগেন (Copenhagen)
এস্তোনিয়া (Estonia) তাল্লিন (Tallinn)
ফ্রান্স (France) প্যারিস (Paris)
গ্রীস (Greece) এথেন্স (Athens)
১০ হাঙ্গেরি (Hungary) বুদাপেস্ট (Budapest)
১১ আইসল্যান্ড (Iceland) রেইক্যাভিক (Reykjavík)
১২ ইতালি (Italy) রোম (Rome)
১৩ লাটভিয়া (Latvia) রিগা (Riga)
১৪ লিচেনস্টাইন (Liechtenstein) ভাদুজ (Vaduz)
১৫ লিথুয়ানিয়া (Lithuania) ভিলনিয়াস (Vilnius)
১৬ লুক্সেমবার্গ (Luxembourg) লুক্সেমবার্গ সিটি (Luxembourg City)
১৭ মাল্টা (Malta) ভ্যালেট্টা (Valletta)
১৮ নেদারল্যান্ডস (Netherlands) আমস্টারডাম (Amsterdam)
১৯ ফিনল্যান্ড (Finland) হেলসিঙ্কি (Helsinki)
২০ নরওয়ে (Norway) অসলো (Oslo)
২১ পোল্যান্ড (Poland) ওয়ারশ (Warsaw)
২২ পর্তুগাল (Portugal) লিসবন (Lisbon)
২৩ রোমানিয়া (Romania) বুখারেস্ট (Bucharest)
২৪ স্লোভাকিয়া (Slovakia) ব্রাতিস্লাভা (Bratislava)
২৫ স্পেন (Spain) মাদ্রিদ (Madrid)
২৬ সুইডেন (Sweden) স্টকহোম (Stockholm)
২৭ সুইজারল্যান্ড (Switzerland) বার্ন (Bern)
২৮ স্লোভেনিয়া (Slovenia) লিউবলিয়ানা (Ljubljana)
২৯ চেক প্রজাতন্ত্র (Czech Republic/Czechia) প্রাগ (Prague)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জীবন মিডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Fashiur Rahman Jibon
Md. Fashiur Rahman Jibon
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও জীবন মিডিয়া ব্লগের এডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।